Facebook Twitter LinkedIn google plusone
25 - নিজস্ব ট্রেডিং প্ল্যান তৈরি করা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
25 - নিজস্ব ট্রেডিং প্ল্যান তৈরি করা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

07 সারাংশ – ট্রেডিং প্ল্যান ডেভেলপ

সারাংশ – ট্রেডিং প্ল্যান ডেভেলপ 

লাভ করা আর লস করার মধ্যে পার্থক্য প্ল্যান করে ট্রেড করা অথবা প্ল্যান না করে ট্রেড করার মত হতে পারে। ট্রেডিং প্ল্যান হল একটি সুসজ্জিত পদ্ধতি যার উপর ভিত্তি করে আপনি আপনার ট্রেডিং মেথড মার্কেট অ্যানালিসিস এবং আউটলুক ডেভেলপ করেন, যেটা আবার পার্সোনাল সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্ট চিন্তা করে বানানো হয়।

ট্রেডিং প্ল্যান যত ভালোই হোক না কেন, সেটা কাজ করবে না যদি সেটা অনুসরন না করে থাকেন।

যেসব ট্রেডাররা ডিসিপ্লিন ফলো করে তারা বছরের পর বছর লাভ করে। তাদের লাভের চেয়ে লস ট্রেডের পরিমান বেশী হতে পারে কিন্তু তারপরও তাদের লাভ থাকে কারন তারা সুশৃঙ্খল পদ্ধতি অবলম্বন করে।

সংক্ষেপে মূল উপকারিতাসমূহঃ

- প্ল্যান ছাড়া ট্রেডের চেয়ে প্ল্যান করে ট্রেড করা সহজ।
- চাপের মাত্রা কমিয়ে দেয়।
- নিজের পারফর্মেন্স মনিটর করা, সমস্যা চিনহিতকরন, এবং সেটা সমাধান করার সুযোগ থাকে।
- ট্রেডিং প্ল্যান অনেক সাইকোলজিক্যাল ইস্যু থেকে মুক্তি দেয়।
- ট্রেডিং প্ল্যান অনুসরন করলে খারাপ ট্রেডের পরিমান কমে যায়।
- ট্রেডিং প্ল্যান চাপে পরে অযৌক্তিক আচরন থেকে মুক্তি দেবে।
- একটি জিনিস যা আপনার পক্ষে কন্ট্রোল করা সম্ভব, ট্রেডিং প্ল্যান সেটা আপনাকে কন্ট্রোল করতে দেবে – নিজেকে!
- ট্রেডিং প্ল্যান আপনার ট্রেডিঙে বরমাত্রায় ডিসিপ্লিন আনবে। গ্যাম্বলারদের ডিসিপ্লিন আর ট্রেডিং প্ল্যানের কোনটাই থাকে না।
- ট্রেডিং প্ল্যান আপনাকে কমফোরট জোন থেকে বের হয়ে ট্রেডের সুবিধা দেবে। কতবার আপনি লস ট্রেড ক্লোজ করেননি আর লাভের ট্রেড আগে কেটে দিয়েছেন কারন সেটা আপনার জন্য আরামদায়ক ছিল? ডিসিপ্লিনমত যদি প্ল্যান পরিচালনা করা হয়, তাহলে এটা থেকে বিরত থাকা যায়।
- ট্রেডিং প্ল্যান হল আপনার জিপিএস যেটা আপনাকে আপনার গন্তব্যে পৌছাবেঃ ধারাবাহিক লাভ।
- আপনার ট্রেডিং প্ল্যান এমনভাবে সাজানো থাকবে যে আপনি যদি কোন ভুল করে থাকেন, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ধরতে পারবেন আর সেটা ঠিক করতে পারবেন।

সামনে যাওয়ার আগে আরেকটা কথা...





সবসময় মনে রাখবেন যে ট্রেডিং প্ল্যান হল work in progress.

সবকিছু পরিবর্তনের সাথে সাথে, ট্রেডিং প্ল্যানেও পরিবর্তন আনতে হবে। ট্রেডিং প্ল্যান যাচাই করুন আর সেটা নিজের সাথে খাপ খায়িয়ে নিন। বিশেষকরে যখন জীবনে কোন পরিবর্তন আসে। এছাড়াও নিজের ট্রেডিং সিস্টেম অথবা মেথডে নিয়েও রিসার্চ করবেন। এতটুকু নিশ্চিত রাখবেন যে সেটা আপনার ট্রেডিং প্ল্যানের সাথে খাপ খায়িয়ে চলতে পারে।

মনে রাখবেন যে ট্রেডিং প্ল্যানের উদ্দেশ্য হল নিজেকে সঠিক পথে রাখা, আর ভালো ট্রেডিং ডিসিশন নেয়ার জন্য কার্যকর ও দক্ষভাবে কাজ করা। আপনি যতটুকু চাইবেন, এটা ততটুকু ভালো কাজ করবে। যদি কাজে না লাগান তাহলে এটা সম্পূর্ণ অকেজো।

06 প্ল্যান মত কাজ করা

প্ল্যান মত কাজ করা 

ট্রেডিং প্ল্যান সার্থক হয় যখন সেটা অনুসরন করা হয়। আপনাকে এর সাথে লেগে থাকতে হবে। এটা সহজ মনে হয়। এটা কমন সেন্স কিন্তু বেশীরভাগ ট্রেডাররা এটা করতে পারে না। কেন?

ট্রেডারের অসামঞ্জস্যতার কারনে। ট্রেডিং প্ল্যান আপনার নিজের জন্য তৈরি করতে হবে, যেটা আপনার লক্ষ্য সাধন, ঝুকি সহনশীলতা, এবং লাইফস্টাইল সবকিছু বিবেচনা করার পরে হবে। প্রতিটা উপাদান আলাদাভাবে ডেভেলপ করতে হবে, কখনো সেটা থেকে বিচ্যুত হবেন না কারন সেটা আপনার জন্য এবং আপনার চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। আপনার বয়ফ্রেন্ড/গারলফ্রেন্ডের জন্য না।

আপনার ট্রেডিং প্ল্যান বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি করা হবে, আপনার আশার উপরে না। যদি আপনি অন্যের ট্রেডিং প্ল্যান কপি করেন, তাহলে আপনারটা হবে মিথ্যা অনুমানের। তখন আপনি এর সাথে খাপ খাওয়াতে পারবেন না আর সেটা অনুসরন করতে কষ্ট হবে।

সমাধানঃ নিজের কাছে সৎ থাকেন। তারপরে ট্রেডিং প্ল্যান রিভাইস করুন।





ট্রেডিং প্ল্যান লং-টার্মের জন্য তৈরি করা হয়। অনেক ট্রেডাররাই তাদের ট্রেডিং প্ল্যান বাদ দিয়ে দেয়, অথবা ভালোভাবে বলতে গেলে, ট্রেডিং প্ল্যানে তাদের ট্রেডিং মেথড। যখন তারা লসের সম্মুখীন হয় যেটা হবেই।

সমাধানঃ ধৈর্য রাখুন!

ডিসিপ্লিন ছাড়াঃ প্ল্যান অনুযায়ী ট্রেড করতে তার সাথে ভালো এবং খারাপ সময়ে লেগে থাকতে হয়। এর জন্য ডিসিপ্লিনের প্রয়োজন। পাথরের মত শক্ত ডিসিপ্লিন। যেসব ট্রেডারদের ডিসিপ্লিনের অভাব তারা তাদের ট্রেডিং প্ল্যানমত কাজ করে না। আপনি ডিসিপ্লিন মেনে চলা প্রয়োজন। পাথরের মত শক্ত। বিরক্তি লাগছে? লাগলেও ভালো!

সমাধানঃ ডিসিপ্লিন মেনে চলুন!

আত্মঘাতী মনমানসিকতাঃ কিছু ট্রেডারের চারিত্রিক দোষ আছে যা তাদের জন্য ক্ষতিকারক। এটা নিজেনিজে কষ্ট করে ঠিক করতে হবে, কিন্তু ট্রেডারের নিজের এই ইস্যু সম্পর্কে অবগত হতে হবে। যদি সমস্যাই না জানেন তাহলে তার সমাধান করবেন কিভাবে?

সমাধানঃ আয়নায় নিজেকে দেখুন। আশা করি পেত্নী দেখবেন না।

যদি আপনার ট্রেডিং প্ল্যানমত চলতে কষ্ট হয়, তাহলে হয়ত উপরের কারণগুলোর মধ্যে কোন সমস্যা আছে আপনার। যদি তাই হয়ে থাকে তাহলে যে সমাধান দেয়া হয়েছে সেগুলো নিয়ে চিন্তা করে দেখেন।

05 পছন্দের ট্যুলস

পছন্দের ট্যুলস

কোন ধরনের সফটওয়্যার, হার্ডওয়্যার, এবং অন্যান্য ট্যুল ব্যাবহার করবেন?

ট্রেডের জন্য কোন কোন খেলনা ব্যাবহার করবেন?

যেসব জিনিস (হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা ফিডস, ইন্টারনেট কানেকশন) নিজের “ট্রেডিং ডেস্কে” ব্যাবহার করবেন সেগুলো লিখে রাখুন।

ব্যাকআপের কথা ভুলবেন না! যখন ট্রেড করবেন তখন যদি আপনার আসল প্ল্যান কাজ না করে, তখন আপনার ব্যাকআপ প্ল্যান কি হবে সেটা ঠিক করে রাখেন। ইন্টারনেট কানেকশন ব্যাকআপ, ইলেক্ট্রিসিটি চলে গেলে ব্যাকআপ, হার্ডডিস্ক ক্রাশ করলে সেই ব্যাকআপ এগুলোর কি হবে? চিন্তা করে দেখেন!





শেষমেশ, ট্রেডিং (ভন্ডদের) ভেন্ডরদের পাল্লায় পড়বেন না। আপনার কি ৫,০০০ ডলারের ডাটা ফিডের প্রয়োজন আছে যেটা ৩ডি ইম্যাক্সে দেখা যায়? মনে হয় না আছে। সেই অর্থ মূলধন হিসেবে ব্যাবহার করেন।

কোন ব্রোকার/প্ল্যাটফর্ম ব্যাবহার করবেন?

কোথায় ট্রেড করবেন? এরকম নিশ্চয়ই করবেন না যে ব্যানকে ফোন করে বললেন, মামা EUR/USD এক লটে বাই মারো তো। এরকম আগে করা হত। এখন আমরা একবিংশ শতাব্দিতে বসবাস করি – আমরা অনলাইনে ট্রেড করি।

কিন্তু জিনিসপত্র এতো সোজা না। নিজের ব্রোকার সম্পর্কে অর্ডার এক্সিকিউশন থেকে শুরু করে ডিপোজিট/উত্তোলন পর্যন্ত সবকিছু ভালোভাবে জেনে নেবেন। ফরেক্স ব্রোকার পছন্দ করার লেসনটা পড়লে আপনার অনেক উপকার হবে।

04 নিজেকে চেনা (১ম ভাগ)

নিজেকে চেনা (১ম ভাগ)



ট্রেডিং প্ল্যান ডেভেলপের প্রথম ধাপ হল নিজের সম্পর্কে বাস্তবধর্মী একটা ধারনা নেয়া।

যেহেতু আপনার ট্রেডিং প্ল্যান আপনি ব্যাবহার করবেন তাই আপনি হলেন ট্রেডিং প্ল্যানের বুনিয়াদ। তাই আপনার নিজের ট্রেডার প্রফাইল সম্পর্কে জানা প্রয়োজন, যা হল ট্রেডার হিসেবে আপনি আসলে কি?

ট্রেডার হিসেবে আপনি আসলে কি বলতে কোন মেথড আপনার জন্য ভালো নির্ধারণ করা। স্ট্রাটেজি, সিস্টেম, এবং মেথড যেগুলো আপনার ট্রেডিং প্রফাইল এবং স্টাইলের সাথে খাপ খায় না, সেগুলো আপনার সফলতার সুযোগ অনেক কমিয়ে দেয়।

অনেক ট্রেডার আছে যারা ট্রেডিং সিস্টেম এবং স্ট্রাটেজি তৈরি অথবা খোজার জন্য আত্মহারা হয়ে পরে। তারা এটা ভাবে না যে কোনটা তাদের জন্য উপযোগী আর নিজের পারসোনালিটি সম্পর্কে সময় ব্যায় করে না।

ট্রেডিং প্ল্যাটফর্মে বাই/সেল বাটনে ক্লিক করার আগে নিজেকে কিছু প্রশ্ন করবেন যাতে ভালো ট্রেডিং প্ল্যান তৈরি করতে পারেন। যখন এই কাজ করবেন তখন উত্তরগুলো কাগজে লিখে রাখবেন। পরে এগুলো দেখলে সেটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার কি করার কথা ছিল আর আপনি আপনার প্ল্যান অনুসরন করছেন কিনা।

প্রশ্ন-উত্তরের জন্য কি আপনি প্রস্তুত?

১) প্রেরনা এবং লক্ষ্য নির্ধারণ 

ট্রেডার হওয়ার জন্য আপনাকে কি অনুপ্রানিত করেছে?

বড়লোক হওয়া? নাকি আপনি কিছু উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং কিছু চান? নাকি আপনার পাশের বাসার মেয়েটা কারেন্সি ট্রেড করে আর আপনি তাকে ইমপ্রেস করতে চান?

আপনার আসল লক্ষ্য কি সেটা জানা প্রয়োজন। নাকি আপনার ট্রেড করা একেবারেই উচিৎ নয়। যেসব ট্রেডার সিরিয়াস নয় অথবা এর প্রতি সমর্পিত নয় মার্কেট তাদের খুব তাড়াতাড়ি ছিটকে ফেলে দেয়।

উত্তেজনা খুজলে, ক্যাসিনোতে যান অথবা, প্লেন থেকে লাফ দিন।

কি লক্ষ্য নিয়ে ট্রেড করছেন?

এটা কোন নির্দিষ্ট সময়ের ভেতর আর্থিক অথবা পারসেন্ট রিটার্নের উপর ভিত্তি করে নির্ধারণ করতে পারেন। যেমন প্রতি মাসে কমপক্ষে $৪,২২৩,৮৩৪,১৪৫.৫৩ অথবা ৫,৩৮৪% প্রতি সপ্তাহে ইত্যাদি।

এটা আবার অন্য কিছুও হতে পারে। যেমন “আমার ট্রেডিঙের লক্ষ্য হল আমি সখিনার বাবাকে ১০ বিঘার উপরে প্রাসাদ বানিয়ে দেখাবো যে আমি তার মেয়ের জন্য সুযোগ্য পাত্র”। অথবা “আমি প্লাস্টিক সার্জারি করে দেশের একমাত্র অ্যাকশন হিরোর মত হবো যাতে সবাই আমাকে দেখলেই হাসতে হাসতে বেহুশ হয়ে যায়”।

যথেষ্ট হয়েছে! এতক্ষণ চাপা মারছিলাম! (এখন হাসেন)

সবকিছুর পেছনে উদ্দেশ্য হল অর্থ।

যাই করেন না কেন, নিশ্চিত করে নিবেন যে সেটা নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য। ট্রেডের লক্ষ্য নির্ধারণ করলে সেটা আপনাকে ডেভেলপ করতে সহায়তা করবে।

সেটা অস্পস্ট হতে পারবেন না যেমন “আমি বড়লোক হতে চাই”। এটাকে পরিবর্তন করে “আমি অনেক ধনী হতে চাই” করলে চলবে না।

নির্দিষ্ট কিছু ঠিক করুন!

  • “আমি সপ্তাহে ১% লাভ করতে চাই।”
  • “বছর শেষে আমার ৫০% লাভজনক ট্রেড থাকবে।”
  • “৬ মাসে আমি আমার অ্যাকাউন্ট দিগুন করতে চাই।”
  • “আজকের দিনে আমি ট্রেডে কোন ভুল করতে চাই না।”

নিজের লক্ষকে নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য করলে, আপনি জানবেন যে আপনি কি চাচ্ছেন, আবার নিজে কতটুকু উন্নতি করেছেন সেটাও দেখতে পারবেন। মনে রাখবেন কেউ এখানে আপনার পরীক্ষা নেবে না। আপনি নিজের পরীক্ষক।





২) রিস্ক ক্যাপিটাল

  • কতটা মূলধন আপনি রিস্ক নিচ্ছেন? কত দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং কতটুকু হারানোর ক্ষমতা আছে আপনার? 
  • আপনি ট্রেড করতে পারবেন কিনা সেটা নির্ধারণ করা প্রয়োজন।
  • শুধুমাত্র যেটা পরিমানে অর্থ হারানোর সামর্থ্য আছে সেই পরিমান অর্থ নিয়ে ট্রেড করা উচিৎ।
  • যা হারানোর ক্ষমতা নেই সেটা দিয়ে কখনো ট্রেড করবেন না। 
  • যে অর্থ আপনার জীবনধারণের কাজে ব্যাবহার করা প্রয়োজন আর সেটা যদি আপনি আপনার ট্রেডের কাজে লাগান, তাহলে সেটা আপনার ট্রেডিং ডিসিশনের উপর প্রভাব ফেলবে।
  • একটু চিন্তা করে দেখুন যে অর্থ দিয়ে আপনার বাবা-মা ভাত খাবে, সেটা আপনি ট্রেডে ব্যাবহার করছেন। আর তখন আপনার অবস্থা কি হবে যদি সেই অর্থ হারান? 
  • প্রতি পিপ যা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কমাবে আপনি মনেমনে বলবেন যে “ওই যাচ্ছে মা-বাবার খাবারের দাম।”
  • যদি এরকম না চেয়ে থাকেন তাহলে যান আপনার যা আছে সব দিয়ে ডিপোজিট করেন।
  • বোকার মত কাজ কখনোই করবেন না।
  • ঘরে খাবারের জন্য পয়সাকড়ি না থাকলে, ফরেক্স মার্কেটে ঢোকার চিন্তাও করবেন না।
  • ডেমো অ্যাকাউন্ট ব্যাবহার করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারেন যে আপনি কি করছেন।
  • পরবর্তীতে রিস্ক ম্যানেজমেন্ট এবং মূলধন কিভাবে ম্যানেজ করতে হয় তা নিয়ে আলোচনা করবো।

৩) লাইফস্টাইল বিবেচনা 

  • দিনে/মাসে/সপ্তাহে (যেটা উপযুক্ত) ট্রেডের জন্য এবং ট্রেড ম্যানেজ করার জন্য কতটুকু সময় দিতে পারবেন?
  • আপনার সময়ের লভ্যতা আপনার ট্রেডিং স্টাইল নির্ধারণ করবে।
  • টাইমফ্রেম যত ছোট ব্যাবহার করবেন, তত বেশী সময় আপনাকে চার্টের সামনে বসে থাকতে হবে।
  • যদি ডে-ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনার দিনের ভেতরে ট্রেড ওপেন/ক্লোজ করতে হবে, আর তার জন্য আপনাকে কম্পিউটারের সামনে বসে থাকতে হবে।
  • যত বড় টাইমফ্রেম ব্যাবহার করবেন, তত কম সময় আপনাকে মার্কেট মনিটর করতে হবে। আপনি সময়তে নিজের ট্রেড চেক করতে পারেন।
  • চিত্তবিনোদনের কথা ভুলবেন না!
  • যখন আপনি বলেন যে আপনি দিনে ৮ ঘণ্টা ট্রেড করেন, এর মানে কি এই যে আপনি ৮ ঘন্টাই চার্টের দিকে তাকিয়ে থাকেন অথবা ইকোনোমিক ডাটা অ্যানালাইজ করেন। নাকি এর মানে ৮ ঘন্টা চার্টের দিকে তাকিয়ে থাকেন অথবা ইকোনোমিক ডাটা অ্যানালাইজ করেন, চা বানান, ফেসবুকে মেয়েদের প্রফাইল ঘাটান, ইউটিউবে ভিডিও দেখেন।
  • যদি স্ক্যাল্পার হয়ে থাকেন, তাহলে এজন্য অনেক এন্ট্রি এবং এক্সিট মিস করবেন। পরে দেখা যাবে যে সুযোগ মিস করার জন্য দুঃখে আপনি নিজের মাথাই স্ক্যাল্প করে ফেলেছেন।
  • ট্রেডিং মেথড ডেভেলপের জন্য নিজেকে নিবেদিত করতে হবে। নিজের মেথডে ট্রেড করতে গেলে এন্ট্রির জন্য চার্টের দিকে তাকিয়ে থাকতে হবে। যখন ট্রেডে এন্ট্রি করবেন, তারপর সেটা ম্যানেজ করতে হবে।
  • যখন ট্রেড থেকে এক্সিট করবেন, তখন ট্রেড রিভিউ দিবেন যে কোনভাবে এটাকে সংশোধন করা যায় কিনা। আর ট্রেডের সময় কি করেছিলেন আর কি ভাবছিলেন সবকিছু লিখে রাখার জন্য ট্রেডিং জার্নাল ব্যাবহারের জন্যেও সময় বের করা  প্রয়োজন।
  • এই সবের জন্য আপনার কত সময় লাগবে সেটা আপনার ট্রেডিং মেথডের উপর নির্ভর করবে।
  • সাধারনত, আপনি কতটুকু সময় ট্রেডের জন্য দিতে পারবেন সেটা নির্ধারণ করতে হবে।
  • এটা বলা হল এই চিন্তা করে যে আপনার ট্রেডের জন্য একটা মেথড আছে।
  • আপনার যদি এর বেশী থাকে তাহলে প্রতিটার জন্য এই প্রসেস রিপিট করবেন।

৪) প্রত্যাশা

  • কোন ধরনের রিটার্ন আপনি আশা করছেন?
  • ট্রেডের সাথে ঝুকি জড়িত, আর যারা ঝুকি নেয় তারা এর প্রতিদান চাইবে।
  • এ বিষয়ে কোন সন্দেহ নেই যে প্রতিটা ট্রেডারই লাভ করতে চায়।
  • নিজেকে যেই প্রশ্নটা করা প্রয়োজন সেটা হলঃ
  • কোন ধরনের রিটার্ন আপনি আশা করছেন? 

এই প্রশ্নের উত্তর আপনি কোন ধরনের ট্রেডিং স্টাইল বাস্তবায়ন করতে চান, কোন কারেন্সি পেয়ার এবং ট্রেডের সময়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে কতটা ঝুকি জড়িত আছে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরন দিয়ে দেখি। ধরুন রানা আর ময়না ২জন ট্রেডার। রানা বছরে ১০% লাভের আশা করছে আর ময়না একটু বেশী উচ্চাকাঙ্ক্ষী – সে তার অ্যাকাউন্ট দ্বিগুণ করতে চায়।

চিন্তা করতে পারছেন যে, ময়নার মত ট্রেডার, যে তার অ্যাকাউন্ট দ্বিগুণ করতে চায়, একটা ভিন্ন অবস্থানে আছে।
রানার চেয়ে ময়নার অনেক বেশী ট্রেড এবং ঝুকি নিতে হবে। ময়নার তার লক্ষ্য ১০০% রিটার্ন অর্জন করতে বেশী সম্ভাব্য লসের সম্মুখীন হতে পারে।

ট্রেডারদের drawdowns এর বিষয়েও সতর্ক হতে হবে। 

Drawdown গননা পদ্ধতি হল আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ পয়েন্ট থেকে পরবর্তী সর্বনিম্ন পয়েন্টের দূরত্ব। (এসম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হবে)

প্রতিটা ট্রেডারের উচিৎ যে তার লক্ষ্যে পৌছাতে সে কতটুকু drawdown সহ্য করতে রাজি আছে।

একদিকে, অনেক ট্রেডার আছে যারা রিস্ক অ্যাভারস আর ছোট drawdown এর পক্ষপাতী। এর জন্য তাদের সম্ভাব্য লাভ কমে যায়।

অন্যদিকে, অনেক ট্রেডার আছে যাদের বড় ধরনের drawdown এ কোন সমস্যা হয়না। যতক্ষণ তারা হায়ার রিটার্ন পায় তাদের জন্য সেটা ঠিক আছে।

এছাড়াও আপনি কতটা সময় ট্রেডের জন্য উৎসর্গ করবেন সেটাও ভেবে দেখতে হবে। যদি নিজের মেথডে পর্যাপ্ত পরিমানে সময় না দিতে পারেন, মার্কেট সম্পর্কে লেখাপড়া এবং নতুন ট্রেডিং টেকনিক, জার্নাল রেকর্ড এবং রিভিউ এর জন্য সময় না দিতে পারেন, তাহলে এটা নিশ্চিত থাকেন যে গন্তব্যে পৌছাতে আপনার অনেক কষ্ট হবে।

যদি সময় যোগাড় না করতে পারেন, তাহলে নিজের প্রত্যাশা এবং অ্যাকাউন্ট সাইজ কতটুকু বাড়াতে চান সেটা আবার নির্ধারণ করুন।

শেষে এটুকু জেনে রাখুন যে সফলতা আপনার উপরে নির্ভর করে।

যদি নিজের স্কিল ধারাবাহিকভাবে উন্নতিসাধনের ডিসিপ্লিন না থাকে, তাহলে লং-টার্মে ধারাবাহিকভাবে লাভের আশা করবেন না, যদি লাভ করে থাকেন, তাহলে।

৫) দৈনিক প্রি-মার্কেট রুটিন

  • ট্রেড শুরু করার আগে কি করবেন?
  • এখানে দাত মাজা অথবা গোসল করার কথা বলা হচ্ছে না (যদিও আপনার এসব করা উচিৎ)।
  • আপনার রুটিন দ্বারা নিম্নোক্ত টাস্কগুলো সাধন হতে হবেঃ
  • ওপেন পজিশনগুলো রিভিউ দেয়া আর প্রয়োজনমত নিয়ন্ত্রন করা।
  • আগের দিনের ট্রেডগুলো রিভিউ দেয়া।
  • নিজেকে মার্কেটের সাথে খাপ খায়িয়ে নেয়া।
  • আসন্ন কোন নিউজ যেটা মার্কেটে ভলাটিলিটি তৈরি করতে পারে সেটা চিনহিত করা।
  • যখন পরবর্তী ট্রেডিং সেশন শুরু হয়, তখন প্রস্তুত থাকা।
  • প্রথমে আপনার ওভারঅল মার্কেট নিউজগুলো রিভিউ দেয়ার প্রয়োজন হতে পারে। এরকম daily round up অনেক সাইট করে থাকে। ঠিক করে নিন যে ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট কি আছে, গতকালের ট্রেডগুলো রিভিউ দিন, দেখুন যে আগের ট্রেডিং সেশন কিভাবে শেষ হয়েছে, এছাড়াও গুরুত্বপূর্ণ মার্কেট এরিয়া যেমন সাপোর্ট/রেজিস্ট্যান্স লেভেলগুলো চিনহিত করতে পারেন।
  • এখন আপনার নিজের মেথডের উপর ট্রেড শুরু করার সময়!

আপনার প্রি-মার্কেট রুটিন ট্রেডার হিসেবে আপনার সফলতায় অনেক ভুমিকা রাখবে। এটা আপনাকে সারাদিনে কি করবেন সেজন্য প্রস্তুত করবে যাতে আপনি ট্রেডিং সময় কোন নিউজ অথবা ডাটা মার্কেটে ঝড় তুলেছে তা নিয়ে ব্যাস্ত হয়ে পড়বেন না। অথবা যদি মার্কেট আপনার আশামত না চলে তাহলে কি করবেন তার জন্যেও প্রস্তুত থাকবেন।
আপনি আপনার ট্রেডিং সেশন শুরু করবেন নিশ্চিন্তে, ঠাণ্ডা মাথায়, মার্কেট আপনার দিকে যাই ছুড়ে দেক না কেন আপনি তার জন্য প্রস্তুত থাকবেন।

টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যেগুলো মার্কেটে প্রভাব ফেলছে সেগুলোর খবর রাখবেন। অন্ধকারে ট্রেড করলে ক্ষতবিক্ষত হতে হবে।

03 যাচাইকৃত বনাম অযাচাইকৃত

যাচাইকৃত বনাম অযাচাইকৃত

যদি প্রোফিট করতে পারেন তাহলে ট্রেডিং প্ল্যান অনুসরন না করলে সমস্যা কি?

অন্দাজে ট্রেড করলে মাঝেমধ্যে লাভ হবেই যেটা আপনাকে ক্ষণিক সময়ের জন্য আনন্দ দিবে। কিন্তু উল্টাপাল্টা ট্রেড করলে সেটা লং টার্মে আপানর ডিসিপ্লিনের উপরে প্রভাব ফেলবে।

ট্রেডিং হল ম্যারাথনের মত, দৌড়ের প্রতিযোগিতা না।

যখন আপনি আপনার ট্রেডিং প্ল্যান অনুসরন করা বন্ধ করে দেন, আপনাকে ডিসিপ্লিন অনুসরন না করার জন্য পুরস্কৃত করা হয় আর আপনি চিন্তা করতে থাকেন যে ট্রেডিং প্ল্যান বাদ দেয়া বড় কোন কিছু না।

একটা অযাচাইকৃত পুরস্কার আপনার নিজস্ব ট্রেডিং প্ল্যান বাদ দেয়ার উদ্বেগ বাড়িয়ে দেয়। আপনি চিন্তা করবেন যে একবার লাভবান হয়েছি, আবারও হবো। চান্স নিয়ে দেখি। কিন্তু এই পজিটিভ রেজাল্ট খুব অল্প সময়ের জন্য থাকবে আর শেষপর্যন্ত ডিসিপ্লিনের অভাবে লং-টার্মে আপনি লসের সম্মুখীন হবেন।

যাচাইকৃত লাভ এবং অজাচাইকৃত লাভের মধ্যে পার্থক্য জানা প্রয়োজন।

যাচাইকৃত লাভ হবে যখন আপনি একটা বিস্টারিত ট্রেডিং প্ল্যান বানাবেন এবং সেটা অনুসরন করবেন। সেই ট্রেডিং প্ল্যান অনুসরন করাটা যাচাইকৃত হবে এবং আপনার মধ্যে ডিসিপ্লিন আনবে।

অযাচাইকৃত লাভ হবে যখন আপনি আপনার ট্রেডিং প্ল্যান অনুযায়ী ট্রেড করবেন না অথবা আপনার কোন ট্রেডিং প্ল্যানই নেই। আপনি লাভবান হতে পারেন, কিন্তু সেটা হতে পারে ভাগ্যবশত। এই মেথডটা কেমন - একটা পয়সা আকাশে ছুড়ুন। ঠিক করুন যে শাপলা আসলে বাই আর মাছ আসলে সেল দেবেন। এভাবে যদি লাভ করে থাকেন সেটা হবে অযাচাইকৃত যেখানে কোন ডিসিপ্লিন নেই।





ধারাবাহিক এবং লাভজনক ট্রেডিঙের জন্য ডিসিপ্লিন বজায় রাখা আবশ্যক। ট্রেডিং হল অ্যাভারেজের নীতিকে নিজের পক্ষে কাজ করানো। একটা পাকা স্ট্রাটেজির ভিত্তিতে আপনি ট্রেড করেন, বারবার করেন, যেটা কতগুলো ট্রেডের পরে আপনাকে নেট প্রফিট দেয়। এটা ক্রিকেটের মত, ছক্কার পরে ছক্কা মারতে থাকেন আর খেলা শেষে বেশী পয়েন্ট নিয়ে জিতে যান।

ক্রিকেটারদের মধ্যে সেই ভালো হয় যে প্রথমে বরাবর বল হিট করার প্রস্তুতি নেয়। প্রতিটা বলে তার রান নেয়ার সম্ভাবনা বেশী থাকে। তারা সেই দক্ষতা অর্জন করেছে বলে তারা বেশী রান করতে পারে।

ট্রেডের বেলায়ও একই কাহিনী। আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, প্রতিটা ট্রেডে নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান অনুসরন করতে হবে। যদি আপনি এখন একটা মেথড, আবার পরবর্তী ট্রেডে অন্য মেথড ব্যাবহার করে থাকেন, তাহলে সেটা আপনার ট্রেডের জন্য ভালো হবে না।

এটা আবারও বলছি...

আপনাকে অ্যাভারেজের নীতিকে নিজের পক্ষে কাজ করাতে হবে, যাতে আপনি কতগুলো  ট্রেডের পরে, নেট প্রফিটে থাকতে পারেন।

যদি আপনি মাঝেমধ্যে নিজের প্ল্যান অনুসরন করেন আর অন্যান্য সময় না করে থাকেন, তাহলে এটা আশা করতে পারেন যে ওভারঅল আপনি লসের সম্মুখীন হবেন।

ডিসিপ্লিন মানলে লাভের মুখ দেখা যাবে। অযাচাইকৃত লাভে মুগ্ধ হয়ে নিজের ডিসিপ্লিনকে নষ্ট করবেন না। নিজের ট্রেডিং প্ল্যান অনুসরন করবেন, আর নিজের মনে এটা সিমেন্ট দিয়ে গেথে রাখেন “যদি আমি ট্রেডিং প্ল্যান অনুসরন করি, আমি লং-রানে লাভবান হবো।”

02 ট্রেডিং প্ল্যানের প্রয়োজন কেন?

ট্রেডিং প্ল্যানের প্রয়োজন কেন?

ট্রেডিং প্ল্যান আপনার ট্রেডকে সহজতর করবে।

জিপিএস ডিভাইস কেন ব্যাবহার করা হয়? আপনি যেখানে যেতে চান সেখানে তা সেটা খুজে বের করে আর বর্তমানে যেখানে আছেন সেখান থেকে পথ দেখায়। আপনি জিপিএস চেক করে দেখতে পারেন যে আপনি সঠিক পথে আছেন কিনা। যদি ভুল পথে চলে যান, তাহলে সেটা আবার আপনাকে সঠিক পথে আসতে সহায়তা করে।

ট্রেডিং প্ল্যান হল আপনার ট্রেডিং জিপিএস। আপনি ট্রেডার হিসেবে কোথায় আছেন তা এটা দেখতে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌছাতে সাহায্য করবে যেটা হল ধারাবাহিক মুনাফা

ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেড করা বুদ্ধিমানের কাজ নয়। আপনি “ধারাবাহিক মুনাফার” আশা করবেন কিন্তু আপনি যা করছেন তা সঠিক কিনা, তার ধারনাই আপনার নেই। শেষমেশ দেখবেন যে আপনি আপনার অ্যাকাউন্ট শুন্য করে ফেলেছেন।

ট্রেডিং প্ল্যান থাকলে, আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন। আপনার ট্রেডিং পারফর্মেন্স পরিমাপ করার জন্য কাঠামো থাকবে। আর জিপিএস এর মত আপনি সেটাকে সবসময় মনিটর করতে পারবেন।

ট্রেডের সময় এটা আপনার চাপ এবং আবেগ কমিয়ে দেয়।





ট্রেডিং প্ল্যান ছাড়া, এটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনি “হুজুগে মাতাল” ট্রেডার হবেন। আন্দাজে বাই/সেল, মানুষের সিগন্যাল, ফেসবুক নায়কের মন্তব্যে ট্রেড করবেন। সেটা ট্রেডিং হবে না, সেটা হবে গ্যাম্বলিং!

ট্রেডের সময় হয়ত আপনি নার্ভাস, মানসিকভাবে দুর্বলতা, অ্যাকাউন্ট ব্যালেন্স কমে গেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া ইত্যাদি অনুভব করতে পারেন। (আসাকরি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন)।

জিপিএস যেভাবে সঠিক পথ দেখতে আর গন্তব্যের কতটুকু এসেছেন তা দেখতে সহায়তা করে, আপনি আপনার গন্তব্যের কত কাছে এসেছেন আপনার ট্রেডিং প্ল্যান তা দেখতে আপনাকে সহায়তা করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল, যদি ট্রেডিঙে ভালো না করেন (যেটা প্রথমদিকে হবেই), আপনি বুঝতে পারবেন যে এটা ২টা কারনের যেকোনো একটার জন্য হচ্ছেঃ আপনার ট্রেডিং প্ল্যানে কোন সমস্যা আছে অথবা আপনি নিজের ট্রেডিং প্ল্যান মত কাজ করছেন না

যদি ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেড করেন, তাহলে আপনি জানবেন কিভাবে যে আপনি কোথায় ভুল করছেন? আপনার নিজের কাজকর্ম যাচাই করার জন্য কোন কিছু থাকবে না। আপনি কখনোই জানবেন না যে ফরেক্সে নায়ক কিভাবে হতে হয়।

এটা আবারও বলছি “যদি প্ল্যানিং করতে ব্যার্থ, তাহলে আপনি ইতিমধ্যে ব্যার্থ হবার প্ল্যান করে ফেলেছেন।” 
অবশ্যই ট্রেডিং প্ল্যান সফলতার গ্যারান্টি দেয় না। যাদের কোন ট্রেডিং প্ল্যান নেই, একটা ভালো ট্রেডিং প্ল্যান তাদের চেয়ে আপনাকে মার্কেটে বেশিসময় টিকে থাকতে দেবে।

ব্যার্থতার চেয়ে টিকে থাকা অনেক ভালো আর নতুন ট্রেডার হিসেবে এটা আপনার প্রধান লক্ষ্য হতে হবে।

মনে রাখবেন যে ৯০% নতুন ট্রেডাররা ব্যার্থ হয়। আপনি কি বাকি ১০% এর অন্তর্ভুক্ত হতে চান?

আপনি চিন্তা করতে পারেন যে, ট্রেডিং প্ল্যান, ঠ্রেডিং প্ল্যান যতসব। আমি স্পেশাল, এসব ছাড়াই আমি ১০% এর মধ্যে থাকবো।

প্রলুব্ধ হয়ে যদি আপনি ট্রেড করা শুরু করেন, আর ট্রেডিং প্ল্যান ডেভেলপ না করে আর নিয়মকানুন না মেনে ট্রেড করেন, তাহলে ধারাবাহিকভাবে মুনাফা অর্জন করা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে।

01 ট্রেডিং প্ল্যান কি?

ট্রেডিং প্ল্যান কি? 

এখন যেহেতু অনেক কিছু সম্পর্কে জানা হয়েছে, একটা কথা বলা প্রয়োজন হয়ে পড়েছে।

নিজের উপরে বিশ্বাস রাখবেন।

অন্ধভাবে অন্য কারো কাছ থেকে পাওয়া পরামর্ষ অনুসরন করবেন না। যদি কারো ট্রেডিং মেথড ভালো কাজ করতে দেখা যায়, তার মানে এটা না যে সেটা আপনার জন্য ঠিক একইরকম কাজ করবে। মানুষের মার্কেট সম্পর্কে ধারনা, চিন্তার প্রক্রিয়া, ঝুকি সহনশীলতার মাত্রা, এবং মার্কেটে অভিজ্ঞতা ভিন্ন হয়ে থাকে।

নিজস্ব ট্রেডিং প্ল্যান বানিয়ে নিন এবং মার্কেট থেকে যা জানবেন তার সাথে সাথে সেটা আপডেট করে নিন।



কঠোর শৃঙ্খলা মেনে চললে, আপনার ট্রেডিং এরকম হতে পারে।

ট্রেডিং প্ল্যান ডেভেলপ এবং সেটা মেনে চলা হল ট্রেডিং ডিসিপ্লিনের ২টা প্রধান উপকরন।

কিন্তু শুধু ট্রেডিং ডিসিপ্লিন যথেষ্ট নয়।







এমনকি কঠোর ট্রেডিং ডিসিপ্লিনও যথেষ্ট নয়।

যা প্রয়োজন তা হল পাথরের মত শক্ত ডিসিপ্লিন।

আবার বলছিঃ পাথরের মত ডিসিপ্লিন।

প্লাস্টিকের মত শক্ত হলে হবে না।

পাথরের মত শক্ত ডিসিপ্লিন একজন সফল ট্রেডারের সেরা বৈশিষ্ট্যের মধ্যে একটি।

ট্রেডিং প্ল্যান হল কখন, কেন, কিভাবে, কি করা দরকার।

এটা ট্রেডিং পারসোনালিটি, ব্যাক্তিগত প্রত্যাশা, রিস্ক ম্যানেজমেন্ট রুলস, এবং ট্রেডিং মেথড কভার করে।

ভালোভাবে অনুসরন করা হলে, ট্রেডিং প্ল্যান ভুলের মাত্রা এবং লসের পরিমান কমিয়ে আনবে। যাই হোক “যদি প্ল্যানিং করতে ব্যার্থ, তাহলে আপনি ইতিমধ্যে ব্যার্থ হবার প্ল্যান করে ফেলেছেন।”

ট্রেডিং প্ল্যান আবেগে পড়ে খারাপ ডিসিশন নেবার সংশয় উদ্বেগ সরিয়ে দেয়। যখন অর্থের কথা আসে তখন আপনার ইমোশন আপনাকে দিয়ে ভুল কাজ করাতে পারে। এটা নিশ্চয়ই আপনি চাইবেন না।

এর থেকে বাঁচার উপায় হল চিন্তাভাবনা কমিয়ে (লক্ষ্য করুন বার দেয়ার কথা বলা হচ্ছে না) ফেলে মার্কেটের প্রতিটা মুভমেন্টের জন্য একটা প্ল্যান তৈরি করা।

সঠিক ট্রেডিং প্ল্যান থাকলে, সব মুভমেন্টের জন্য আপনার মাথায় কিছু থাকবে, তাই মার্কেটে যাই হোক না কেন আপনি তার জন্য প্রস্তুত থাকবেন।

সামনে যাবার আগে, আপনার ট্রেডিং প্ল্যান এবং ট্রেডিং সিস্টেম এর পার্থক্য সম্পর্কে জানা দরকার।

ট্রেডিং সিস্টেম আপনাকে বলে যে কিভাবে ট্রেডে এন্ট্রি এবং এক্সিট করতে হবে। ট্রেডিং সিস্টেম আপানার ট্রেডিং প্ল্যানের অংশ হতে পারে কিন্তু এটা অনেকগুলো দরকারি জিনিসের মধ্যে একটা। যেমন অ্যানালিসিস, এক্সিকিউশন, রিস্ক ম্যানেজমেন্ট, ইত্যাদি। মার্কেট কন্ডিশন যেহেতু সবসময় পরিবর্তন হতে থাকে, একজন ভালো ট্রেডার তার ট্রেডিং প্ল্যানে সাধারনত দুই বা ততোধিক ট্রেডিং সিস্টেম রাখতে পারে।

ট্রেডিং সিস্টেম সম্পর্কে পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কনফিউশন এড়াতে এই সম্পর্কে হালকা ধারনা দেয়া হল।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up