Facebook Twitter LinkedIn google plusone

03 মাত্র ৬ ধাপে ট্রেডিং সিস্টেম তৈরি

মাত্র ৬ ধাপে ট্রেডিং সিস্টেম তৈরি

এই সেকশনে আমরা দেখবো যে ট্রেডিং সিস্টেম কেমন দেখায়। এটা আপনাকে একটা ধারনা দেবে যে ট্রেডিং সিস্টেম ডেভেলপের জন্য কি লক্ষ্য করতে হবে।

ট্রেড সেটআপ

- ডেইলি চার্টে ট্রেড (সুইং ট্রেডিং)
- ৫ এসএমএ ক্লোজিং প্রাইসে
- ১০ এসএমএ ক্লোজিং প্রাইসে
- স্টোকাস্টিক (১৪,৩,৩)
- আরএসআই (৯)








ট্রেডিং রুল

এন্ট্রি রুল

বাই দিবো যদিঃ

- যদি ৫ এসএমএ ১০ এসএমএকে উপরের দিকে ক্রস করে আর স্টোকাস্টিক লাইন দুটোই উপরমুখী হয় (যদি স্টোকাস্টিক ওভারবট জোনে থাকে তাহলে বাই দিবো না)
- আরএসআই ৫০ লেভেলের উপরে থাকে।

সেল দিবো যদিঃ

- ৫ এসএমএ ১০ এসএমএ এর নিচে এবং স্টোকাস্টিক লাইন দুটো নিম্নমুখী হয়। (যদি স্টোকাস্টিক ওভারসোল্ড জোনে থাকে তাহলে সেল দিবো না)
- আরএসআই ৫০ লেভেলের নিচে থাকবে।

এক্সিট রুল

- যখন ৫ এসএমএ ১০ এসএমএকে ট্রেডের বিপরীত দিকে ক্রস করবে অথবা আরএসআই ৫০ লেভেলকে অরিক্রম করবে।
- যখন ১০০ পিপ লাভ হবে তখন এক্সিট করবো।

একটা চার্টে এটা ব্যাবহার করে দেখেন একবার।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up