Facebook Twitter LinkedIn google plusone

04 ইউরো/জেপিওয়াইঃ আপনি নিজস্ব রিস্ক ব্যারোমিটার

ইউরো/জেপিওয়াইঃ আপনি নিজস্ব রিস্ক ব্যারোমিটার

আমরা আগে বলেছিলাম যে, কেউ যদি কোন নির্দিষ্ট স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায়, তাহলে তার সেই দেশের লোকাল কারেন্সি লাগবে।

চিন্তা করে দেখেন যে DAX (জার্মানির স্টক মার্কেট)এর কারেন্সির উপরে এর কি প্রভাব পড়বে।

থিওরি অনুসারে, যখন DAX শক্তিশালী হয়, আমরা ইউরো শক্তিশালী হওয়ার আশা করতে পারি, যেহেতু ইনভেস্টরদের ইউরোর প্রয়োজন হবে।

যেখানে আমরা জানি যে কোরিলেশন পারফেক্ট না, কিন্তু স্ট্যাটিস্টিক আমাদের বেশ সঠিক ধারনা পরিদর্শন করে থাকে।

বেবিপিপ্সের রিসার্চ অনুযায়ী, ইউরো/জেপিওয়াই বিশ্বজুড়ে স্টক মার্কেটের সাথে হাইলি কোরিলেটেড। আপনার এটা জেনে রাখা ভালো যে ইয়েন আর ইউএসডি এই দুটোকে মেজর কারেন্সিগুলোর মধ্যে সেফ হ্যাভেন ধরা হয়।

যখনই গ্লোবাল ইকোনোমির উপর আস্থা কমে যায় আর ট্রেডাররা ভীতি প্রকাশ করে, আমরা ট্রেডারদের স্টক মার্কেট থেকে অর্থ তুলে নিতে দেখি, ফলে DAX আর S&P500 এর ভ্যালু কমতে দেখি।





অর্থ মার্কেট থেকে বের হওয়াতে, আমরা ইউরো/জেপিওয়াই ফল করতে দেখি যেহেতু ট্রেডাররা নিজেদের বাচাতে ব্যাস্ত থাকে। অন্যদিকে, যখন স্টক মার্কেটের অবস্থা ভালো থাকে, ইনভেস্টররা তাদের অর্থ স্টক মার্কেটে ঢালে, ফলে ইউরো/জেপিওয়াই বাড়তে শুরু করে।

নিচের চার্টগুলোতে ইউরো/জেপিওয়াই এবং DAX আর S&P500 এর কোরিলেশন লক্ষ্য করুনঃ



বিগত দশকে ২০০৮ সালের পরে ফিনান্স্যিয়াল ক্রাইসিসের আগ পর্যন্ত কোরিলেশন ভালোই কাজ করেছে। ২০০৭ সালে, ইউরো/জেপিওয়াই এর চুড়ায় গিয়ে ঠেকেছে, আর স্টক ইনডেক্সগুলোও।

যদি এগুলোর ডাটা নিজে যাচাই করতে চান তাহলে ইয়াহু! ফিন্যান্স আপনাকে সহায়তা করবে।

এখানে হিস্টরিক্যাল ডাটা পাবেন আর নিজে নিজের রিস্ক ব্যারোমিটার তৈরি করে নিতে পারেন।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up