Facebook Twitter LinkedIn google plusone

06 ডাইভারজেন্স ট্রেডিঙের নিয়মকানুন

ডাইভারজেন্স ট্রেডিঙের নিয়মকানুন

এতক্ষণ খুব মজায় ছিলেন এই চিন্তা করে, যে ডাইভারজেন্স ট্রেডের জন্য কোন নিয়মনীতি নেই, তাই না? আপনার মজা এখন শেষ।

ডাইভারজেন্স ট্রেডিঙের কিছু নিয়মকানুন আছে যা মেনে চলা প্রয়োজন। যদি এগুলো মেনে চলেন তাহলে আপনার জন্য ভালো, আর না মানলে চার্টের দিকে না তাকিয়েই ডাইভারজেন্স ট্রেড করতে পারবেন। (মানে লস খাবেন)
ডাইভারজেন্স ট্রেডিঙের ৯ টি বিধান নিম্নে দেয়া হলঃ

১) ডাইভারজেন্স পেতে হলে নিম্নলিখিত যেকোনো গুনাগুন থাকতে হবেঃ

- আগের হাইয়ের চেয়ে, হাইয়ার হাই।
- আগের লো এর চেয়ে লোয়ার লো।
- ডাবল বটম।
- ডাবল টপ।

যদি এগুলোর কোন একটাও চার্টে না পাওয়া যায়, তাহলে সেখানে কোন ডাইভাজেন্স নেই।



২) পরপর টপস অথবা বটমে লাইন আঁকুন। শুধুমাত্র এই জিনিষগুলো লক্ষ্য করবেনঃ হাইয়ার হাই, ফ্ল্যাট হাই, লোয়ার লো, ফ্ল্যাট লো।

৩) টপের সাথে টপ এবং বটমের সাথে বটম কানেক্ট করুন।



৪) চোখ সবসময় প্রাইসে থাকবে
প্রাইস আপনাকে কি বলতে চায় তা দেখেন। ইনডিকেটর আপনার সহায়ক হিসেবে চার্টে লাগানো হয়।



৫) প্রাইস এবং ইনডিকেটরের টপ ও বটম একই এরিয়াতে থাকবে।
 যদি প্রাইস এক যায়গায় টপ অথবা বটম তৈরি করে আর ইনডিকেটর আরেক যায়গায়, তাহলে সেটা ভ্যালিড ডাইভারজেন্স না।



৬) লাইন ঠিক রাখেন
আপনি যে হাই আর লো চার্টে খুজে বের করেন, ইনডিকেটর হাই অথবা লো একই যায়গায় থাকতে হবে।



৭) স্লোপ রাইড করা
ডাইভারজেন্স দেখা যায় যখন ইনডিকেটরের টপ/বটমের স্লোপ লাইন প্রাইসের টপ/বটমের সাথে ভিন্নমত দেয়। এই ক্ষেত্রে প্রাইসে আমরা উদ্ধগামি, নিম্নগামী, অথবা ফ্ল্যাট স্লোপ দেখতে পাবো।



৮) ডাইভারজেন্স মিস করলে, পরেরটার জন্য অপেক্ষা করুন।
প্রতিটা ডাইভারজেন্স ধরা সম্ভব না। মাঝেমাঝে প্রাইস দূরে চলে যাওয়ার পরে ডাইভারজেন্স দেখতে পারেন। যদি সুযোগ মিস করে থাকেন, তাহলে যা চলে গেছে তা গেছে। পরেরটার জন্য অপেক্ষা করেন।



৯) বড় টাইমফ্রেম ব্যাবহার করা

ছোট টাইমফ্রেমে অনেক ডাইভারজেন্স পাওয়া যাবে। কিন্তু সেখানে ফলস সিগন্যালও বেশী পাওয়া যাবে। বড় টাইমফ্রেমে কম ফলস সিগন্যাল পাওয়া যায়। যে উপদেশ দেব তা হল, কমপক্ষে ১ ঘণ্টার চার্ট ব্যাবহার করার।

উপরের নিয়মগুলো মেনে চললে আপনার ডাইভারজেন্স ট্রেডের সফলতার হার অনেক বেড়ে যাবে।

নিয়ম ছাড়া সরকারী অফিস চলে, ডাইভারজেন্স ট্রেডিং না।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up