Facebook Twitter LinkedIn google plusone

08 সারাংশ - এলিয়ট ওয়েভ থিওরি

এলিয়ট ওয়েভ থিওরির সারাংশ

এলিয়ট ওয়েভ হল ফ্রাক্টাল। প্রতিটা ওয়েভ কয়েক ভাগে ভাগ করা যায়, যার আবার প্রতিটাকে একই রুপে চিনহিত করা যায়।

ট্রেন্ডিং মার্কেটে প্রাইস ৫-৩ ওয়েভ প্যাটার্নে মুভ করে।

প্রথম ৫ ওয়েভ প্যাটার্নকে ইম্পালসিভ ওয়েভ বলা হয়।

তিনটি ইম্পালসিভ ওয়েভের (১,৩,৫) মধ্যে একটি ওয়েভ বরধিত থাকবে। ওয়েভ ৩ সাধারনত বর্ধিত হয়ে থাকে।
পরের ৩ ওয়েভ প্যাটার্নকে কারেকটিভ ওয়েভ বলে। সংখ্যার বদলে লেটার ব্যাবহার করা হয়।

১, ৩, ৫ ওয়েভে ছোট ছোট ৫ ওয়েভ ইম্পালস প্যাটার্ন দেখা যেতে পারে এবং ২ আর ৪ ওয়েভে ছোট ছোট ৩ ওয়েভ কারেকটিভ প্যাটার্ন দেখা যেতে পারে।

২১ ধরনের কারেকটিভ প্যাটার্ন আছে কিন্তু সেগুলো ৩ ধরনের সহজবোধ্য ফরমেশন দিয়ে তৈরি।

৩ টি ফান্ডামেন্টাল কারেকটিভ প্যাটার্ন হল – জিগজ্যাগ, ফ্ল্যাট, আর ট্রায়াঙ্গেল।

ফিবোনাচ্চি  ওয়েভ প্রজেকশনে সহায়ক ট্যুল।


তিনটি নীতি যা ভঙ্গ করা যাবে নাঃ

নীতি ১  - ইম্পালসিভ ওয়েভের মধ্যে ওয়েভ ৩ সবচেয়ে ছোট হতে পারবে না।
নীতি ২ – ওয়েভ ২ ওয়েভ ১ এর শুরুকে অতিক্রম করতে পারবে না।
নীতি ৩ – ওয়েভ ৪ ওয়েভ ১ এর প্রাইস এরিয়াকে অতিক্রম করতে পারবে না।

যদি এলিয়ট ওয়েভ ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে, এখানে যা শিখেছেন তা পর্যাপ্ত না। এলিয়ট ওয়েভ ট্রেডার হওয়ার জন্য আপনাকে আরও গভীরভাবে এর সম্পর্কে জানতে হবে। মার্কেট পারফেক্টলি মুভ করে না আর তাই আপনার চোখকে সেই ভাবে প্রশিক্ষন দিতে হবে যাতে আপনি সঠিক ওয়েভ চিনহিত করতে পারেন আর তার থেকে লাভ বের করে নিতে পারেন।

হার না মেনে চেষ্টা করে যাবেন, আল্লাহর রহমতে সফলতা আপনার কাছে আসবেই।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up