আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল (Rectangle)
যখন প্রাইস ২ টা সমান্তরাল লাইনের মধ্যে দিয়ে মুভ করে তখন Rectangle ফর্ম করে থাকে। Rectangle আমাদের একটা নির্দিষ্ট সময়ে বুল এবং বিয়ারের মধ্যে দ্বিধা দেখায়। মানে কেউই ওই সময়ে প্রাইসকে নিজের পক্ষে নিতে পারেনি।নিচের চিত্রটি দেখুনঃ
যখন Rectangle ফর্ম করেছে তখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে মুভ করেছে যেটা একটা সমান্তরাল সাপোর্ট ও রেজিস্টান্সের মধ্যে মুভ করছে।এখানে প্রাইস সাপোর্ট ও রেজিস্টান্স কয়েকবার টেস্ট করেছে। এটা ভাঙার পর প্রাইস কোনদিকে যাবে তার কোন নিশ্চয়তা নেই। চলুন কি করা যায় দেখি।
বিয়ারিশ রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র (Bearish Rectangle)
বিয়ারিশ Rectangle ডাউনট্রেন্ডের পরে ফর্ম করে থাকে। প্রাইস একটা রেঞ্জের মধ্য দিয়ে মুভ করে যাতে প্রাইস বারবার সাপোর্ট ও রেজিস্টান্স টেস্ট করে থাকে। এটা আশা করা ভালো যে যখন প্রাইস ব্রেক করবে তখন প্রাইস ট্রেন্ডের দিকে করবে। নিচের চার্টটি দেখুনঃ
আমরা এটাও আশা করতে পারি যে, যখন Rectangle ব্রেক করে কমপক্ষে Rectangle এর সমান মুভ করবে।
বুলিশ রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র (Bullish Rectangle)
বুলিশ Rectangle আপট্রেন্ডের পরে ফর্ম করে থাকে। প্রাইস একটা রেঞ্জের মধ্য দিয়ে মুভ করে যাতে প্রাইস বারবার সাপোর্ট ও রেজিস্টান্স টেস্ট করে থাকে। এটা আশা করা ভালো যে যখন প্রাইস ব্রেক করবে তখন প্রাইস ট্রেন্ডের দিকে করবে। নিচের চার্টটি দেখুনঃ
আমরা এটাও আশা করতে পারি যে, যখন Rectangle ব্রেক করে কমপক্ষে Rectangle এর সমান মুভ করবে।
মনে রাখবেন যে Rectangle ব্রেকআউটের পরে যে ট্রেন্ডের দিকে যাবে, সেই রকম কোন নিশ্চয়তা দেয় না। আর আপনি প্রচুর ফলস ব্রেকআউট পাবেন। তাই ঝুকি বুঝেশুনে নিবেন।
যখন প্রাইস ২ টা সমান্তরাল লাইনের মধ্যে দিয়ে মুভ করে তখন Rectangle ফর্ম করে থাকে। Rectangle আমাদের একটা নির্দিষ্ট সময়ে বুল এবং বিয়ারের মধ্যে দ্বিধা দেখায়। মানে কেউই ওই সময়ে প্রাইসকে নিজের পক্ষে নিতে পারেনি।নিচের চিত্রটি দেখুনঃ
যখন Rectangle ফর্ম করেছে তখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে মুভ করেছে যেটা একটা সমান্তরাল সাপোর্ট ও রেজিস্টান্সের মধ্যে মুভ করছে।এখানে প্রাইস সাপোর্ট ও রেজিস্টান্স কয়েকবার টেস্ট করেছে। এটা ভাঙার পর প্রাইস কোনদিকে যাবে তার কোন নিশ্চয়তা নেই। চলুন কি করা যায় দেখি।
বিয়ারিশ রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র (Bearish Rectangle)
বিয়ারিশ Rectangle ডাউনট্রেন্ডের পরে ফর্ম করে থাকে। প্রাইস একটা রেঞ্জের মধ্য দিয়ে মুভ করে যাতে প্রাইস বারবার সাপোর্ট ও রেজিস্টান্স টেস্ট করে থাকে। এটা আশা করা ভালো যে যখন প্রাইস ব্রেক করবে তখন প্রাইস ট্রেন্ডের দিকে করবে। নিচের চার্টটি দেখুনঃ
আমরা এটাও আশা করতে পারি যে, যখন Rectangle ব্রেক করে কমপক্ষে Rectangle এর সমান মুভ করবে।
বুলিশ রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র (Bullish Rectangle)
বুলিশ Rectangle আপট্রেন্ডের পরে ফর্ম করে থাকে। প্রাইস একটা রেঞ্জের মধ্য দিয়ে মুভ করে যাতে প্রাইস বারবার সাপোর্ট ও রেজিস্টান্স টেস্ট করে থাকে। এটা আশা করা ভালো যে যখন প্রাইস ব্রেক করবে তখন প্রাইস ট্রেন্ডের দিকে করবে। নিচের চার্টটি দেখুনঃ
আমরা এটাও আশা করতে পারি যে, যখন Rectangle ব্রেক করে কমপক্ষে Rectangle এর সমান মুভ করবে।
মনে রাখবেন যে Rectangle ব্রেকআউটের পরে যে ট্রেন্ডের দিকে যাবে, সেই রকম কোন নিশ্চয়তা দেয় না। আর আপনি প্রচুর ফলস ব্রেকআউট পাবেন। তাই ঝুকি বুঝেশুনে নিবেন।