Facebook Twitter LinkedIn google plusone

07 সারাংশ – ট্রেডিং প্ল্যান ডেভেলপ

সারাংশ – ট্রেডিং প্ল্যান ডেভেলপ 

লাভ করা আর লস করার মধ্যে পার্থক্য প্ল্যান করে ট্রেড করা অথবা প্ল্যান না করে ট্রেড করার মত হতে পারে। ট্রেডিং প্ল্যান হল একটি সুসজ্জিত পদ্ধতি যার উপর ভিত্তি করে আপনি আপনার ট্রেডিং মেথড মার্কেট অ্যানালিসিস এবং আউটলুক ডেভেলপ করেন, যেটা আবার পার্সোনাল সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্ট চিন্তা করে বানানো হয়।

ট্রেডিং প্ল্যান যত ভালোই হোক না কেন, সেটা কাজ করবে না যদি সেটা অনুসরন না করে থাকেন।

যেসব ট্রেডাররা ডিসিপ্লিন ফলো করে তারা বছরের পর বছর লাভ করে। তাদের লাভের চেয়ে লস ট্রেডের পরিমান বেশী হতে পারে কিন্তু তারপরও তাদের লাভ থাকে কারন তারা সুশৃঙ্খল পদ্ধতি অবলম্বন করে।

সংক্ষেপে মূল উপকারিতাসমূহঃ

- প্ল্যান ছাড়া ট্রেডের চেয়ে প্ল্যান করে ট্রেড করা সহজ।
- চাপের মাত্রা কমিয়ে দেয়।
- নিজের পারফর্মেন্স মনিটর করা, সমস্যা চিনহিতকরন, এবং সেটা সমাধান করার সুযোগ থাকে।
- ট্রেডিং প্ল্যান অনেক সাইকোলজিক্যাল ইস্যু থেকে মুক্তি দেয়।
- ট্রেডিং প্ল্যান অনুসরন করলে খারাপ ট্রেডের পরিমান কমে যায়।
- ট্রেডিং প্ল্যান চাপে পরে অযৌক্তিক আচরন থেকে মুক্তি দেবে।
- একটি জিনিস যা আপনার পক্ষে কন্ট্রোল করা সম্ভব, ট্রেডিং প্ল্যান সেটা আপনাকে কন্ট্রোল করতে দেবে – নিজেকে!
- ট্রেডিং প্ল্যান আপনার ট্রেডিঙে বরমাত্রায় ডিসিপ্লিন আনবে। গ্যাম্বলারদের ডিসিপ্লিন আর ট্রেডিং প্ল্যানের কোনটাই থাকে না।
- ট্রেডিং প্ল্যান আপনাকে কমফোরট জোন থেকে বের হয়ে ট্রেডের সুবিধা দেবে। কতবার আপনি লস ট্রেড ক্লোজ করেননি আর লাভের ট্রেড আগে কেটে দিয়েছেন কারন সেটা আপনার জন্য আরামদায়ক ছিল? ডিসিপ্লিনমত যদি প্ল্যান পরিচালনা করা হয়, তাহলে এটা থেকে বিরত থাকা যায়।
- ট্রেডিং প্ল্যান হল আপনার জিপিএস যেটা আপনাকে আপনার গন্তব্যে পৌছাবেঃ ধারাবাহিক লাভ।
- আপনার ট্রেডিং প্ল্যান এমনভাবে সাজানো থাকবে যে আপনি যদি কোন ভুল করে থাকেন, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ধরতে পারবেন আর সেটা ঠিক করতে পারবেন।

সামনে যাওয়ার আগে আরেকটা কথা...





সবসময় মনে রাখবেন যে ট্রেডিং প্ল্যান হল work in progress.

সবকিছু পরিবর্তনের সাথে সাথে, ট্রেডিং প্ল্যানেও পরিবর্তন আনতে হবে। ট্রেডিং প্ল্যান যাচাই করুন আর সেটা নিজের সাথে খাপ খায়িয়ে নিন। বিশেষকরে যখন জীবনে কোন পরিবর্তন আসে। এছাড়াও নিজের ট্রেডিং সিস্টেম অথবা মেথডে নিয়েও রিসার্চ করবেন। এতটুকু নিশ্চিত রাখবেন যে সেটা আপনার ট্রেডিং প্ল্যানের সাথে খাপ খায়িয়ে চলতে পারে।

মনে রাখবেন যে ট্রেডিং প্ল্যানের উদ্দেশ্য হল নিজেকে সঠিক পথে রাখা, আর ভালো ট্রেডিং ডিসিশন নেয়ার জন্য কার্যকর ও দক্ষভাবে কাজ করা। আপনি যতটুকু চাইবেন, এটা ততটুকু ভালো কাজ করবে। যদি কাজে না লাগান তাহলে এটা সম্পূর্ণ অকেজো।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up