Facebook Twitter LinkedIn google plusone

02 স্টক আর ফরেক্সের মধ্যে সম্পর্ক

স্টক আর ফরেক্সের মধ্যে সম্পর্ক

গ্লোবাল ইকুইটি মার্কেটকে ফরেক্স ট্রেডের ডিসিশনে ব্যাবহারের একটা কারন হল কে কাকে পরিচালনা করে।

এটা একটা পুরানো প্রশ্নের উত্তর দেয়ার মতো “ডিম আগে এসেছে, নাকি মুরগি?”

ইকুইটি মার্কেট কি প্রভাব ফেলছে? নাকি ফরেক্স মার্কেট?

এখানে সাধারন ধারনা হল, যখন কোন দেশের ইকুইটি মার্কেট শক্তিশালী হয়, ওই দেশের উপর আস্থাও শক্তিশালী হয়, যেটা বিদেশী ইনভেস্টরদের কাছ থেকে ফান্ড দেশে আনে। এটা সেই দেশের কারেন্সির ডিমান্ড বাড়িয়ে দেয়, যেটা অন্য দেশের কারেন্সির তুলনায় এর ভ্যালু বাড়িয়ে দেয়।

অন্য দিকে, যখন কোন দেশের ইকুইটি মার্কেট খারাপ পারফর্ম করে, কনফিডেন্স কমে যায়, ফলে ইনভেস্টররা তাদের ফান্ড নিজের দেশের কারেন্সিতে কনভার্ট করে।

বিগত কিছু বছর ধরে, এই নীতি ইউএস এবং জাপানের ক্ষেত্রে বিপরীত ধারনা পোষণ করছে।

ইউএস এবং জাপানে অনেক আশাবাদী ইকোনোমিক পরিসংখ্যান অনেক সময় কারেন্সিকে নিচে নামিয়ে দেয়।

প্রথমে, Dow Jones Industrial Average এবং Nikkei এর দিকে তাকাই। দেখি যে তারা একে অপরের তুলনায় কি করে।



শতাব্দীর শুরু থেকে, Dow Jones Industrial Average এবং Nikkei 225 ভ্যালেন্টাইন্স ডের প্রেমিক প্রেমিকার মত একসাথে মুভ করেছে। একসাথে পড়েছে আবার একসাথে উঠেছে। আরও লক্ষ্য করবেন যে একটা ইনডেক্স প্রথমে র‍্যালি অথবা ফল করেছে আর তারপর অন্য ইনডেক্স সেটা অনুকরন করেছে। এটা বলতে পারেন যে বিশ্বজুড়ে স্টক মার্কেট সাধারনত একই ডায়রেকশনে মুভ করে থাকে।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up