Facebook Twitter LinkedIn google plusone

09 সংক্ষেপে ব্রেকআউট এবং ফেকআউট ট্রেডিং

সারাংশঃ ব্রেকআউট এবং ফেকআউট ট্রেডিং

ব্রেকআউট ট্রেডিং

ব্রেকআউট ট্রেডে, আমাদের লক্ষ্য থাকে যে সঠিক সময়ে সঠিক প্রাইসে মার্কেটে এন্টার করা এবং লাভ নেয়া যতক্ষণ ভলাটিলিটি না কমে।

ব্রেকআউট গুরুত্বপূর্ণ কারন আপনি যে কারেন্সি পেয়ারে ট্রেড করেন, তার ডিমান্ড/সাপ্লাই পরিবর্তনের সংকেত দেয়।
স্টক অথবা ফিউচার মার্কেটের মত, আমাদের ফরেক্স মার্কেটে ভলিউম দেখার কোন ব্যাবস্থা নেই। একারনে, আমাদের ভলাটিলিটির উপর নির্ভর করতে হয়।

ভলাটিলিট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইস কতটুকু ওঠানামা করেছে তার পরিমাপ করে। এই তথ্য আমাদের সম্ভাব্য ব্রেকআউট বের করতে সহায়তা করে।

কিছু ইনডিকেটর যে আমাদের বর্তমান ভলাটিলিট ধরতে সহায়তা করেঃ 

- মুভিং এভারেজ
- মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স (ম্যাকডি)
- বোলিঙ্গার ব্যান্ডস
- এভারেজ ট্রু রেঞ্জ (এটিআর)

ব্রেকআউট ২ ধরনেরঃ 

- ধারাবাহিক (Continuation) ব্রেকআউট
- রিভার্সাল ব্রেকআউট

ব্রেকআউট চিনহিত করার কিছু ট্যুলঃ

- চার্ট প্যাটার্ন
- ট্রেন্ডলাইন
- চ্যানেল
- ট্রায়েঙ্গেল

ব্রেকআউট কতটা শক্তিশালী তার সম্পর্কে ধারনা নিতে এগুলো ব্যাবহার করা যেতে পারেঃ 

- মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স (ম্যাকডি)
- রিলেটিভ স্ট্রেনথ ইনডেক্স (আরএসআই)

শেষমেশ, ব্রেকআউট ইকনোমিক ইভেন্ট অথবা নিউজ টাইমে ভালো কাজ করে। তাই যখন চার্ট ওপেন করবেন, সবসময় ইকনোমিক ক্যালেন্ডারে একবার চোখ বুলাবেন।





ফেকআউট ট্রেডিং 

ইন্সটিটিউশনাল ট্রেডাররা ফেকআউট ট্রেডিং করতে পছন্দ করে। আমারাও এভাবে একবার ট্রেড করার চেষ্টা করে দেখতে পারি। যদি আমরা ওইসব ইন্সটিটিউশনাল ট্রেডারদের ট্রেড করতে পারি, তাহলে কি ধরনের প্রফিট পেতে পারি।

ফেকআউট ট্রেডিং হচ্ছে যে ব্রেকআউটের বিপরীতে ট্রেড করা। ফেকআউট ট্রেডিং তখন করা হয় যখন আপনি মনে করেন যে যেই ডায়রেকশনে সাপোর্ট/রেজিস্টান্স ব্রেক করেছে, প্রাইস পরবর্তীতে সেই ডায়রেকশনে যেতে ব্যার্থ হবে। এসব ক্ষেত্রে ব্রেকআউটের আশায় না বসে থেকে ফেকআউট ট্রেড লাভজনক প্রমানিত হতে পারে।

সম্ভাব্য ফেকআউট সাধারনত সাপোর্ট/রেজিস্টান্স লেভেলের দিকে দেখা যায়। যেগুলো ট্রেন্ডলাইন, চার্ট প্যাটার্ন, অথবা পূর্ববর্তী দৈনিক হাই/লো থেকে তৈরি হয়।

রেঞ্জবাউন্ড মার্কেটে ফেকআউট ট্রেডিঙের সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তাইবলে আপনি মার্কেট সেন্টিমেন্ট, কমনসেন্স, অন্যান্য ধরনের অ্যানালিসিস বাদ দিতে পারবেন না।

ফিনান্সিয়াল মার্কেট একটা রেঞ্জের মধ্যে প্রাইস উঠানামা করতে অনেক সময় ব্যায় করে এবং এই হাই ও লো থেকে সরে যাওয়ার খুব বেশী প্রচেষ্টা করে না।

সবশেষে, যখন মার্কেটে কোন নিউজ অথবা অর্থনৈতিক ইভেন্ট থাকেনা যেগুলো ট্রেডারদের সেন্টিমেন্টে পরিবর্তন আনতে পারে, ফেকআউট ট্রেডে লাভের সম্ভাবনা তখন বেড়ে যায়।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up