Facebook Twitter LinkedIn google plusone

04 রিট্রেসমেন্ট ও রিভার্সাল

রিট্রেসমেন্ট ও রিভার্সাল 

আপনি এমন কোন পরিস্থিতিতে পরেছেন যেখানে আপনি দেখছেন প্রাইস ডায়রেকশন পরিবর্তন হচ্ছে, আর যখন আপনি সেই ডায়রেকশনে ট্রেড শুরু করেছেন, প্রাইস কিছুদূর গিয়ে আপনার ট্রেডের বিপরীতে দৌড় দিয়েছে?

যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আপনি যেখানে রিভার্সালের আশা করছিলেন, সেখানে রিট্রেসমেন্ট ঘটেছে। কষ্ট পাবার কিছু নেই। এরকম সচরাচর হয়ে থাকে।

রিট্রেসমেন্ট কি?

প্রতিষ্ঠিত ট্রেন্ডের বিপরীতে ছোট মুভগুলো হল রিট্রেসমেন্ট। এগুলোকে কারেকশনও বলা হয়ে থাকে।



রিভার্সাল কি?

রিভার্সাল হল, যখন প্রাইস ডায়রেকশন পরিবর্তন করে থাকে। যখন আপট্রেন্ড দিক পরিবর্তন করে ডাউনট্রেন্ডে পরিনত হয়, সেটা রিভার্সাল।

নিচের চার্টটি দেখুনঃ

রিভার্সাল


উপরের চার্টে প্রতিষ্ঠিত ট্রেন্ডের বিপরীতে মুভগুলো দেখতে পারছেন? মার্কেট যখন রিভার্স করেছে সেটা কি দেখতে পারছেন?

রিভার্সাল যেকোনো সময় ঘটতে পারে, তাই কোন পয়েন্টে ঘটবে তা নির্ণয় করা কষ্টকর হতে পারে। ট্রেন্ড ট্রেডিঙের ক্ষেত্রে ট্রেইলিং স্টপ একটা ভালো রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক প্রমানিত হতে পারে। কারন যদিও আপনার ট্রেড স্টপ লসে হিট করে, আপনি কিছু পিপ ধরে রাখতে পারবেন।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up